পদোন্নতি পরীক্ষার বিষয় ও নম্বর, জুনিয়র ডিভিশন ষ্ট্যান্ডার্ড-১

পদোন্নতি পরীক্ষার বিষয় ও নম্বর 

জুনিয়র ডিভিশন ষ্ট্যান্ডার্ড-১

মোট নম্বর-১০০

পাশ নম্বর ৫০

ক্র/নং

বিষয়

নম্বর

মন্তব্য

১।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

লিখিত পরীক্ষাঃ

ক। বিএনসিসি স্বম্পর্কিত উচ্চতর জ্ঞান

(১) বিএনসিসির পরিচিতি ও ইতিহাস।

(২) বিএনসিসির সংগঠন (বিটিএফও/পিইউও/পিইউওসহ)।

(৩) বিএনসিসির ক্যাডেটদের র‍্যাংক ও পদোন্নতি পদ্ধতি।

১০

 

 

পাশ নম্বর ৩০

খ। ২০ মাইনর রণ কৌশল

(১) টহল – সংজ্ঞা ও পর্ব সমূহ। 

(২) হানা – সংজ্ঞা ও পর্ব সমূহ। 

(৩) ফাঁদ – সংজ্ঞা ও পর্ব সমূহ। 

২০

গ। সাধারণ জ্ঞান

(১) র‍্যাংক ব্যাজ পরিচিতি (আমি, নৌ ও বিমান বাহিনী, বিটিএফও, পিইউও, টিইউও, ক্যাডেট)।

(২) বাংলাদেশ ও আর্ন্তজাতিক বিষয়ক।

(৩) পরিচালক ও রেজিমেন্ট, ব্যাটালিয়ন ও কোম্পানী কমান্ডার।

১৫

ঘ। মানচিত্র পঠন

(১) মানচিত্র স্থাপন ।

(২) গ্রীড  লাইন।

(৩) মানচিত্রের বিভিন্ন সংকেত।

১৫

২। 

 

 

 

 

 

ব্যবহারিক পরীক্ষা

ক। ড্রিল -অস্ত্রসহ ও কমান্ড 

(১) অস্ত্রসহ সাবধান, আরামে দাঁড়া ও বিশ্রাম

(২) কাঁধে অস্ত্রে

(৩) জলদি চল, ডানে সালাম ও বামে সালাম

(৪) ব্যক্তিগত আদেশ পরীক্ষা

৪০ পাশ নম্বর ২০

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

নোট:

১। ব্যবহারিক পরীক্ষায় অবশ্যই ৫০% নম্বর অর্জন করতে হবে।

২। লিখিত পরীক্ষায় ৫০% এর নীচে নম্বর অর্জন করলেও যদি তা ব্যবহারিক ও লিখিত পরীক্ষার যোগফল ৫০% হয় তবে পাশ হিসাবে পরিগণিত হবে। তবে কোন ক্ষেত্রেই ব্যবহারিক পরীক্ষায় অকৃতকার্য ক্যাডেটকে পাশ হিসাবে গণ্য করা হবে না।

About মুহম্মদ জিয়াউর রহমান

Check Also

ক্যাডেট পদোন্নতি পরীক্ষার দরকারী প্রশ্ন ও উত্তর-০৮

প্রশ্ন: সার্কভুক্ত দেশ কয়টি?  উত্তরঃ ৮ টি

Leave a Reply

Optimized by Optimole