প্রশ্নঃ ক্যাডেট কর্পোরাল হতে ক্যাডেট সার্জেন্ট হতে কী কী যোগ্যতা প্রয়োজন লিখ।
উত্তর : ক্যাডেট কর্পোরাল হতে ক্যাডেট সার্জেন্ট হতে যে সব যোগ্যতা লাগে তা নিচে উল্লেখ করা হলোঃ
১। ক্যাডেট কর্পোরাল – এর মধ্যে হতে ক্যাডেট সার্জেন্ট হবে।
২। ন্যূনতম এক বছর প্লাটুন পর্যায়ে প্রশিক্ষণ I
৩। ষ্টান্ডার্ড -১ পদোন্নতি পরীক্ষায় কৃতকার্য।
৪। একটি ব্যাটালিয়ন ক্যাম্প/রেজিমেন্ট ক্যাম্প/সেন্টাল ক্যাম্প-এ অংশ গ্রহণ ।
৫। দুটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ ৷