৭.৬২ মিঃমিঃ রাইফেল সঠিক এইম ও ট্রিগার কন্ট্রোল

সঠিক এইম ও ট্রিগার কন্ট্রোল

১। এইমিং: ফায়ারারের প্রয়োজনীয় চক্ষু, রাইফেলের ব্যাক সাইট ইউ এর মধ্য বিন্দু, ফ্রন্ট সাইড টিপ এর মধ্য বিন্দু এবং বস্তুর লক্ষ্য স্থলের মধ্যে যে কাল্পনিক সরল রেখা তৈরি হয় তাকেই এইম বলে।

২। সঠিক লক্ষ্য স্থির: ফায়ারারের প্রয়োজনীয় চক্ষু, রাইফেলের ব্যাক সাইট ইউ এর মধ্য বিন্দু, ফ্রন্ট সাইড টিপ এর মধ্য বিন্দু এবং বস্তুর লক্ষ্য বিন্দুকে একই সরল রেখায় আনতে হবে বা সম্পর্ক তৈরি করতে হবে।

৩। সঠিক ট্রিগার কন্ট্রোল: ‘ভাল ফায়ারের তৃতীয় মূলনীতি হলো সঠিক ট্রিগার নিয়ন্ত্রণ । এটা এমন ভাবে চালনা করা হয় যাতে সঠিক লক্ষ্য স্থিরের কোন পরিবর্তন না হয় । ট্রিগার আংগুলে ও চোখের মধ্যে এটা সম্পূর্ণ এমন ভাবে সৃষ্টি হবে যাতে যখনই সঠিক লক্ষ্য স্থির হবে তখনই আঙ্গুল টিগারকে চাপ দিয়ে গুলি করবে । একটা অর্জনের জন্য সঠিক ও সুন্দর ডান হাতের গঠন হতে হবে । এটা সব সময় মহড়ার মাধ্যমে দেখানো প্রয়োজন ।

About মুহম্মদ জিয়াউর রহমান

Check Also

ক্যাডেট পদোন্নতি পরীক্ষার দরকারী প্রশ্ন ও উত্তর-০২

প্রশ্নঃ দুর্যোগ কাকে বলে? দুর্যোগের প্রকারভেদ কয়টি ও কি কি?  উত্তরঃ যা স্বাভাবিক পরিস্থিতিকে বিপন্ন …

Leave a Reply

Optimized by Optimole