হানা

হানার সংজ্ঞা : 

কোন সুনির্দিষ্ট স্হির লক্ষ্যবস্তুর উপর যথাসম্ভব স্বল্প শক্তি প্রয়োগের মাধ্যমে আকস্মিক আঘাত করে তড়িৎ বিচ্ছিন্ন হয়ে দ্রুত প্রত্যাহার করাই হানা বা রেইড।

হানা পরিচালনায় প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ:

হানা কার্যকরী করার জন্য প্রশিক্ষণ, লোক বাছাই ইত্যাদির পূর্বে নিম্নের বিষয়াদির প্রতি লক্ষ্য রাখতে হবে :

ক। মনোবল: 

নিম্নের বিষয়গুলো মনোবল উঁচু রাখতে সহায়ক হবে:

(১) নেতৃত্ব।

(২) ভ্রাতৃত্ববোধ।

(৩) ধৈৰ্যশক্তি ।

(৪) সতর্কতা ।

(৫) দক্ষতা ।

(৬) ভালো ব্যবস্হাপনা।

খ। লক্ষ্যবস্তু নির্ণয়: 

যেখানে আঘাত করলে শত্রু সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে ।

গ। সংবাদ সংগ্রহ:

(১) ভূমির সাধারণ বর্ণনা ।

(২) লক্ষ্যবস্তু সম্বন্ধে বিস্তারিত বর্ণনা । এর অবস্থান, বিস্তার, পরিমাপ ইত্যাদি ।

(৩) প্রতিরক্ষা/নিরাপত্তা ব্যবস্হা সমূহ ।

(৪) গমন পথ ।

(৫) সম্ভাব্য গুপ্তাশ্রয় । 

(৬) শত্রুর বিস্তার ও কার্যক্রম।

(৭)বেসামরিক ব্যক্তিবর্গের আচার ব্যবহার।

ঘ। সুষ্ঠু পরিকল্পনা।

ঙ। নিরাপত্তা।

চ। আকস্মিকতা ।

ছ। ভূমির ব্যবহার ।

হানার বিভিন্ন দল:

ক। কার্যকরী দল: 

সাধারণতঃ নিম্নের উপদলসমূহ (গ্রুপ) নিয়ে এটা গঠিত :

(১) সম্মুখ কর্তৃত্বকারী গ্রুপ ।

(২) প্রহরী নিষ্ক্রিয়কারী গ্রুপ ।

(৩) কার্যকরী গ্রুপ ।

(৪) বিশেষ কার্য সম্পাদন গ্রুপ ।

খ। শত্রু বাঁধা প্রদানকারী দল ।

গ। আবরণী দল ।

(১) পশ্চাদ কর্তৃত্বকারী গ্রুপ ।

(২) আবরণী গ্রুপ ।

ঘ। বিচ্ছিন্নকারী দল।

ঙ। সংরক্ষিত দল।

হানায় সেকশন কমান্ডারের কাজ সমূহ: 

একজন সেকশন কমান্ডারকে হানা অভিযানে অধিনায়ক হতে শুরু করে হানার আকার ও গুরুত্ব অনুযায়ী বিভিন্ন উপদল অধিনায়ক হিসাবে কাজ করতে হতে পারে। সেক্ষেত্রে নিম্নলিখিত বিষয়ে তার সামক্য ধারণা থাকা অতীব জরুরী :

ক। সদস্য নির্বাচন। 

সদস্য নির্বাচনের সময় নিয়ের বিষয়গুলির উপর লক্ষ্য রাখা বাঞ্ছনীয়ঃ

(১) হানার জন্য নির্বাচিত সদস্যদের মানসিক ও শারীরিক সক্ষমতা ।

(২) তাদের কর্মদক্ষতা, গুণাবলী এবং হানার উদ্দেশ্য কার্যকরী করার জন্য উপযোগিতা।

(৩) স্বেচ্ছায় উৎসাহী সদস্য (যদি পাওয়া যায়)। 

খ। অস্ত্র/গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম: 

লক্ষ্যবস্তুর ধরন এবং হানার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে অস্ত্র ও সরঞ্জামাদির প্রয়োজনীয়তা বিবেচনা করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

গ। বিভিন্ন উপদলের অধিনায়ক হিসাবে করণীয়:

একজন সেকশন কমান্ডারকে হানা পরিচালনার মৌলিক কার্যাবলী সম্বন্ধে প্রয়োজনীয় জ্ঞান ছাড়াও নিম্নলিখিত সারসংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা থাকা আবশ্যক :

(১) কার্যকরী উপদল: এই উপদলের মূল কাজ হল হানার প্রকৃত উদ্দেশ্য সমাধা করা। অধিনায়ক হিসাবে খেয়াল রাখতে হবে যে, লক্ষ্যবস্তুর প্রকার অনুযায়ী বিশেষ সরঞ্জামাদি যেমন : রকেট প্লাঞ্চার, বিস্ফোরক ইত্যাদি বহন করা হয়েছে এবং তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

(২) শত্রু বাধা প্রদানকারী দল: অধিনায়ক হিসাবে তার দায়িত্ব হবে অন্যান্য দলের কার্যক্রমে শত্রু যাতে ব্যাঘাত ঘটাতে না পারে সেই অনুযায়ী উপদলের অবস্থান গ্রহণ এবং শত্রুর উপর কার্যকরী গোলাবর্ষণের মাধ্যমে ব্যতিব্যস্ত রাখা।

(৩) আবরণী দল: এই দলের কাজ হলো, অন্য সকল দলের পশ্চাদপসারণের পথকে গোলাবর্ষণের মাধ্যমে আবরণ দেখা। অধিনায়ক হিসাবে লক্ষণীয় বিষয় হলো, সকল দল লক্ষ্যবস্তু এলাকা হতে বের হয়েছে নিশ্চিত হয়ে গোলাবর্ষণের মাধ্যমে আবরণ সৃষ্টি করা এবং শত্রু পিছু গ্রহণ করেনি নিশ্চিত হওয়ার পর স্থান ত্যাগ করা। উল্লেখ্য যে, হানার অধিনায়ক আহত বা নিহত হলে তাকে হানার অধিনায়কত্ব গ্রহণ করতে হয়, তাই সে অনুযায়ী মানসিক ভাবে প্রস্তুত থাকা

(৪) বিচ্ছিন্নকারী দল: অধিনায়ক হিসাবে নিশ্চিত করতে হবে যে, লক্ষ্যবস্তু এলাকা হতে বাহির হওয়া বা ভিতরে আসার সকল পথ কার্যকরী ভাবে অবস্থান গ্রহণ অথবা ফায়ারের মাধ্যমে শত্রুর জন্য বন্ধ করা হয়েছে।

About মুহম্মদ জিয়াউর রহমান

Check Also

পদোন্নতি পরীক্ষার জন্য দরকারী বহুনির্বাচনী প্রশ্নসমূহ

বিএনসিসি ক্যাডেট পদোন্নতি লিখিত পরীক্ষার জন্য দরকারী  বহুনির্বাচনী প্রশ্নসমূহঃ  সঠিক উত্তরের পার্শ্বে (√) টিক চিহ্ন …

Leave a Reply

Optimized by Optimole