১। ভূমিকা:
একজন দক্ষ সৈনিকের জন্য প্রয়োজন অব্যর্থভাবে তার লক্ষ্যস্থলে গুলি ছোঁড়া এবং দক্ষত অর্জনের জন্য একান্তভাবে প্রয়োজন শান্তিকালীন সময়ে বিরামহীন প্রশিক্ষণ ও অনুশীলন । আর এ অনুশীলনের জন প্রয়োজন হয়ে থাকে সুষ্ঠ রেঞ্জ, বাট ও ভাল প্রশিকষকের ।
২। উদ্দেশ্য:
একটি রেঞ্জ সংগঠন সুষ্ঠুভাবে পরিচালনার পূর্বে যে আনুসংঙ্গিক রেকি ও পরিকল্পনা একা প্রয়োজন সে সম্পর্কে শিক্ষা দেয়া ।
৩। রেঞ্জ রেকি ও পরিকল্পনা:
ক। রেকি: যে কোন রেঞ্জে ফায়ারিং পরিচালনা করার পূর্বে রেকি করা আবশ্যই প্রয়োজনীয়। তা পরিচালনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা অন্ততঃ নির্ধারিত দিনের একদিন আগে ব্যক্তিগতভাবে রেঞ্জে যাবে এবং নিম্নোক্ত জিনিসগুলি সম্পর্কে রেকি করবেন।
(১) ফায়ারিং পয়েন্ট:
(ক) ফায়ারিং পয়েন্টের অবস্থা।
(খ) ফায়ারিং মরিচা সমূহের অবস্থা।
(গ) কি পরিমান গ্রাউন্ড সিট বা স্যান্ড ব্যাগ প্রয়োজন হতে পারে।
(২) বাট :
(ক) কি পরিমান টার্গেট ফ্রেম ব্যাবহার উপযোগী আছে ।
(খ) প্রাপ্য টার্গেট সমূহের সংখ্যা, ধরণ এবং অবস্থা ।
(গ) প্রয়োজনীয় যন্ত্রাবলী বা এপায়েনসেস (Appliances) আছে কি না?
(ঘ) ম্যান্টলেট এবং ষ্টপ বাটের অবস্থা।
(৩) যোগাযোগ বা কমুনিকেশন:
(ক) টেলিফোন যোগাযোগ কার্যকরী আছে কি না?
(খ) বিকল্প যোগাযোগ রক্ষার প্রয়োজন আছে কি না?
(৪) নিরাপত্তা বিধিসমূহ:
(ক) বিস্তারিত রেঞ্জ স্থায়ী আদেশ ।
(খ) লাল পতাকা ও লুক আউটম্যান সম্পর্কিত বিধিসমূহ।
(গ) ফায়ারিং এর বিধি নিষেধ সমূহ ।
(৫) বিবিধ:
(ক) রোদ ও বৃষ্টির জন্য কোন শেল্টার আছে কি না?
(খ) ফায়ারিং পয়েন্ট ও বাট উভয় স্থানে পায়খানার ব্যবস্থা আছে কি না?
(গ) পানির ব্যবস্থা আছে কি না এবং তা পানের উপযোগী কি না?
(ঘ) আলো এবং বাতাসের অবস্থা।
খ। পরিকল্পনা:
আনুষঙ্গিক সব কিছু রেকি করার পর ভারপ্রাপ্ত অফিসার তার প্রয়োজনীয় সংগঠন ও অন্যান্য জিনিসপত্র সম্পর্কে পরিকল্পনা করবেন। পরিকল্পনার সময় তাকে নিম্নলিখিত বিষয়গুলি অবশ্যই মনে রাখতে হবে :
(১) লোক সংখ্যা:
১০০ জন সৈনিককে ৮ টার্গেট বিশিষ্ট রেঞ্জে ফায়ার করানোর জন্য সম্ভাব্য যত জন জনবল একটি রেঞ্জ সংগঠনে থাকা প্রয়োজন তা নিম্নে দেয়া হলো :
(ক) | ফায়ারিং পয়েন্ট অফিসার | ১ |
(খ) | সহকারী ফায়ারিং পয়েন্ট অফিসার | ১ (জেসিও/এনসিও) |
(গ) | কোচ | ৮ |
(ঘ) | সিগন্যাল ম্যান | ২ |
(ঙ) | এ্যামিউনিশন এনসিও | ১ |
(চ) | বাট পার্টি কমান্ডার | ১ (জেসিও/এনসিও) |
(ছ) | সহঃ বার্ট পার্টি কমান্ডার | ১ (এনসিও) |
(জ) | বাট মার্কাস পার্টি কমান্ডার | ১ |
(ঝ) | বাট মার্কাস | ১৬ |
(ঞ) | আরমোরার | ১ |
(ট) | মেডিক্যাল এসিষ্টেন্ট | ১ |
(২) এছাড়াও কাজের অধিক সুবিধার্থে এবং যথেষ্ট থাকলে নিম্নোক্ত অতিরিক্ত লোক নেয়া যেতে পারে:
(ক) | স্কোর বোর্ড মার্কার | ১ (এনসিও) |
(খ) | সহকারী এ্যামিউনিশন এনসিও | ১ (এনসিও) |
(গ) | বিউগলার | ১ |
(ঘ) | অপেক্ষমান ডিটেইল ইনচার্জ | ১ (এনসিও) |
(ঙ) | লুক আউটম্যান | প্রয়োজন অনুযায়ী |
(চ) | কার্পেন্টার | ১ |
(৩) এ্যামিউনিশন:
প্রয়োজনানুযায়ী এ্যামিউনিশন আগে থেকেই ইনডেন্ট করে রাখতে হবে । রেঞ্জে যাতে এ্যামিউনিশন কম না পড়ে সেজন্য ১০০০ এ্যামিউনিশন বেশি নেয়া উচিত ।
(৪) যোগাযোগ:
সাধারণতঃ রেঞ্জে দুইটি টেলিফোনের প্রয়োজন । তবে একটি অতিরিক্ত টেলিফোন নেয়া ভাল । রেঞ্জে যাওয়ার আগেই এগুলো পরীক্ষা করে নেয়া উচিৎ এবং ইউনিটের সিগন্যালম্যানদেরকে এ দায়িত্বে নিয়োজিত করা ভাল । এ ছাড়া ওয়ারলেস সেট বা অতিরিক্ত একজন বিউগলার নেয়া যাতে করে টেলিফোন অকেজো হয়ে গেলে তাদেরকে বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে।
(৫) যানবাহন ( এম টি):
পূর্বে থেকেই পর্যাপ্ত সংখ্যক যানবাহনের ব্যবস্থা করে রাখতে হবে। মনে রাখতে হবে রেঞ্জকে পুরাপুরিভাবে আগে থেকে তৈরি করার জন্য প্রয়োজনীয় স্টোর নিয়ে বাট পার্টিকে ফায়ারার রেঞ্জে পৌঁছার অনেক আগেই রেঞ্জে পৌঁছতে হবে। এছাড়া খাবার সরবরাহের জন্য প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করতে হবে।
(৬) খাবার ব্যবস্থা:
ফায়ার চলার সময় অনুযায়ী ফায়ারারদের জন্য খাবার ব্যবস্থা অবশ্যই করতে হবে এবং এ ব্যাপারে এস জে সি ও/সি কিউ এম এস কে পূর্বেই প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে ।
(৭) আরমোরার:
রিপেয়ার/জিরোইং করার প্রয়োজন হলে অবশ্যই একজন আরমোরার দরকার। মনে রাখতে হবে আরমোরার যেন সর্ব প্রকারের যন্ত্রপাতিসহ রেঞ্জে হাজির থাকে ।
(৮) আবহাওয়া:
আবহাওয়া যদি খারাপ থাকে অথবা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে এবং রেঞ্জে যদি তেমন কোন শেল্টার তবে প্রয়োজনীয় সংখ্যক তাঁবুর ব্যবস্থা অবশ্যই করতে হবে।
(৯) বিবিধ:
গ্রাউন্ট সিট, স্যান্ড ব্যাগ, চিন্দি, রাইফেল তেল, খননকারী যন্ত্রপাতি ডিপিং টুলস, বাঁশি, স্টপ ওয়াচ, বায়নোকুলার, বাক বোর্ড, চক এবং ডাষ্টার, পানি গরম করার জন্য ড্রাম প্রভৃতি জিনিস প্রয়োজনানুসারে অবশ্যই নিতে হবে এবং তা আগে থেকেই নির্ধারিত করে রাখতে হবে ।
৪। প্রয়োজনীয় ব্যক্তিদের কর্তব্য:
রেঞ্জে নিয়োজিত প্রয়োজনীয় ব্যক্তিদের কতর্ব্য নিম্নে আলোচনা করা হলোঃ
ক। লুক আউট ম্যান:
(১) সৈনিকদের নিজ নিজ স্থান থেকে ফায়ার শুরু করার অন্ততঃ আধঘন্টা আগে লাল পতাকা উত্তোলন করতে হবে।
(২) তাদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে, পতাকাগুলি মাটি থেকে যেন কমপক্ষে ১০ ফুট উপরে উত্তোলন করা হয় এবং কমপক্ষে ৫০০ মিটার দূর থেকে দৃষ্টিগোচর হয়।
(৩) দায়িত্ব সম্পাদনের জন্য লুকআউটম্যান সর্বদা নিজ দায়িত্বপূর্ণ এলাকায় চোখ রাখবে যাতে করে ফায়ার চলাকালীন সময়ে বিপদজনক এলাকায় জনসাধারণ বা কোন গৃহপালিত পশু প্রবেশ করতে না পারে ।
(৪) বিপদজনক এলাকা সমন্ধে স্থানীয় লোকদেরকে (নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার ভিতর) সাবধানতা অবলম্বন করতে বলতে হবে এবং বিপদজনক এলাকার মধ্যে প্রবেশ না করা নিশ্চিত করতে হবে ।
খ। ফায়ারিং পয়েন্ট অফিসার:
(১) ফায়ারার কর্তৃক ফায়ারিং পয়েন্ট একমাত্র অনুমোদিত অস্ত্রশস্ত্রই আনা হয়েছে কিনা তা পরীক্ষা ও সে বিষয়ে নিশ্চিত করতে হবে।
(২) বাট পার্টি ইনচার্জের সাথে তার যোগাযোগ নিশ্চিত করতে হবে।
(৩) অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তি ফায়ারিং পয়েন্টে আছে কিনা সে ব্যাপারে তাকে নিশ্চিত করতে হবে।
(৪) তার আদেশ ছাড়া কোন ফায়ারার গোলা ভরেছে কিনা, অস্ত্র দ্বারা ফায়ার করছে কিনা এবং লক্ষ্য/টার্গেট থেকে অস্ত্র নামিয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হবে।
(৫) বাট-এ কোন বিপদ রয়েছে কিনা সে বিষয়ে তিনি নিজে নিশ্চিত না হওয়া পর্যন্ত কোন ফায়ারের আদেশ দেবেন না।
(৬) যখন ফায়ারিং স্থগিত রাখা হয়, ফায়ারিং পয়েন্ট থেকে লাল পতাকা উত্তোলন করা হয়েছে কিনা এবং তখন মারকার গ্যালারীতে লাল পতাকা উড়ানো/উত্তোলন করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে হবে।
(৭) ফায়ারিং এর পরে সকল ফায়ারার নিজ নিজ অস্ত্র পরিস্কার করছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হবে।
(৮) তার আদেশ ছাড়া কোন ফায়ারার অথবা কোন ব্যক্তি ফায়ারিং পয়েন্টের মধ্যে টার্গেটের দিকে যাচ্ছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে হবে।
গ। বাট পার্টি কমান্ডার:
(১) ফায়ারিং শুরু করার পূর্বে টার্গেট এবং ম্যান্টলেট যন্ত্রপাতি কার্যক্রম (সচল) রয়েছে কিনা এবং টার্গেট রিপেয়ারের জন্য তার দল প্রয়োজনীয় জিনিসপত্র এনেছে কিনা তা পরীক্ষা করে নিশ্চিত হতে হবে।
(২) ফায়ারিং পয়েন্ট অফিসার ইনচার্জ/ফায়ারিং পার্টি ইনচার্জের সাথে যোগাযোগ রয়েছে কিনা সে ব্যাপারে তাকে নিশ্চিত হতে হবে।
(৩) প্রধান বিপদজনক লাল পতাকা/বাতি উত্তোলিত/প্রজ্জ্বলিত হয়েছে কিনা তা তাকে পরীক্ষা করতে হবে এবং সে ব্যাপারে নিশ্চিত হতে হবে।
(৪) তার ব্যক্তিগত আদেশ ছাড়া কোন টার্গেট তৈরী হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হবে।
(৫) নিম্নলিখিত বিষয়গুলো নির্দেশ করতে বার্ট/ম্যান্টলেটে, লাল পতাকা উত্তোলিত করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।
(ক) বার্ট পার্টি এলনও কভারের মধ্যে যায় নাই (বিপদ রয়েছে) ।
(খ) ফায়ারিং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে ।
(গ) কোন জরুরী অবস্থা ।
(৬) লাল পতাকা/লাল বাতি উত্তোলনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে সর্বদা গোচরীভূত রাখতে হবে যাতে করে তার নিজের আদেশ ছাড়া কখনও লাল পতাকা/লাল বাতি উত্তোলন করা না হয়।
(৭) যখন ম্যান্টলেটের লাল পতাকা/লাল বাতি উত্তোলন করা হয় সে সময় বার্ট পার্টি থেকে কেউ যেন মারকার্স গ্যালারির বাইরে না যায় সে বিষয়ে তাকে নিশ্চিত করতে হবে ।
৫। উপসংহার:
একটি রেঞ্জকে যথাযথভাবে ফায়ার উপযোগী করে গড়ে তোলার দায়িত্ব একজন অফিসারের কিন্তু সঠিকভাবে ফায়ার সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব রেঞ্জে উপস্থিত সকলের । তাই রেঞ্জ রেকি ও পরিকল্পনা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনই কেবল সার্বিকভাবে ফায়ারিং পরিচালনাকে সার্থক করতে পারে।