বিএসসিসি ক্যাডেট পদোন্নতি পরীক্ষার দরকারী প্রশ্ন ও উত্তর

ক) সাধারণ জ্ঞান (General Knowledge)

১। বি এন সি সি কোন মন্ত্রনালয়ের অধীনে?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রনালয়।

২। বি এন সি সি’র মূলমন্ত্র কয়টি?

উত্তর: ৩ টি।

৩। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সেনা শাখায় সর্বমোট কতটি ব্যাটালিয়ন আছে?

উত্তর: ২৫ টি।

৪। সশস্ত্র বাহিনী দিবস কবে?

উত্তর: ২১ নভেম্বর।

৫। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে ছিল?

উত্তর: ১ নং সেক্টরের অধীনে।

৬। দুর্যোগ কত প্রকার ও কি কি?

উত্তর: দুর্যোগ ২ প্রকার। যথা:

(ক) মানবসৃষ্ট

(খ) প্রাকৃতিক

৭। BMA এর পূর্ণরূপ কি?

উত্তর: Bangladesh Military Academy

৮। GPA- এর পূর্ণরূপ লিখ।

উত্তর: Grade Point Average

৯। বর্তমান মহাপরিচালক মহোদয়ের নাম কি?

উত্তর: বিএ-৪৬৫০ ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, এনডিসি, পিএসসি। (বি:দ্র: এই তথ্য পরিবর্তিত হতে পারে।)

১০। কর্ণফুলী রেজিমেন্ট এর রেজিমেন্ট কমান্ডার মহোদয়ের নাম কী?

উত্তর: লেঃ কর্ণেল মোহাম্মদ লোকমান হোসেন, এএসসি। (বি:দ্র: : এই তথ্য পরিবর্তিত হতে পারে।)

১১। ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট এর নাম কি?

উত্তর: মেজর মোঃ রফিকুল হাসান রাফি, পদাতিক। (বি:দ্র: : এই তথ্য পরিবর্তিত হতে পারে।)

১২। তুমি কত ব্যাটালিয়নের কোন কোম্পানীর ক্যাডেট?

উত্তর: (এখানে ক্যাডেট তার নিজ ব্যাটালিয়ন ও কোম্পানীর নাম উল্লেখ করবে)।

খ) ফিল্ডক্র্যাফট ও রণকৌশল (Fieldcraft & Tactics)

১। সঠিক দূরত্ব নির্ণয়ের পদ্ধতি কয়টি ও কি কি?

উত্তর: সঠিক দূরত্ব নির্ণয়ের পদ্ধতি ৫টি। যথা:

(ক) একক মাত্রা পদ্ধতি

(খ) আকৃতি পদ্ধতি

(গ) দৃষ্টি পরিবর্তন পদ্ধতি

(ঘ) ফ্রন্ট সাইট টিপ পদ্ধতি

(ঙ) শব্দের দ্বারা দূরত্ব নির্ণয় পদ্ধতি

২। জটিল পদ্ধতিতে লক্ষ্যবস্তু দেখানোর পদ্ধতি কয়টি ও কি কি?

উত্তর: ৫টি। যথা:

(ক) সাহায্যকারী চিহ্ন

(খ) ঘড়ির সাহায্য

(গ) ডিগ্রীর সাহায্যে (হাতের আঙ্গুলের সাহায্যে)

(ঘ) ট্রেসার ফায়ারের সাহায্যে

(ঙ) পয়েন্টার স্টাফের সাহায্যে

৩। ছদ্মবেশ ও গোপনীয়তার নীতিমালা কয়টি ও কি কি?

উত্তর: ছদ্মবেশ ও গোপনীয়তার নীতিমালা ২টি। যথা:

(ক) আকৃতিকে বিকৃতি করা

(খ) উজ্জ্বলতাকে ধ্বংস করা

৪। চাল কত প্রকার ও কি কি?

উত্তর: চাল ৪ প্রকার। যথা:

(ক) গড়ানো চাল

(খ) চিতা চাল

(গ) হাঁটা চাল

(ঘ) বানর চাল

৫। দিক নির্ণয়ের উপাদানগুলো কি কি?

উত্তর:

(ক) সূর্যের সাহায্যে

(খ) মসজিদের সাহায্যে

(গ) মুসলমানদের কবরের সাহায্যে

(ঘ) কম্পাসের সাহায্যে

(ঙ) ধ্রুব তারার সাহায্যে

৬। হাতের আঙ্গুলের সাহায্যে ডিগ্রী নির্ণয়:

  • তর্জনী আঙ্গুল হতে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত: ৮ ডিগ্রী
  • তর্জনী আঙ্গুল হতে মধ্যমা আঙ্গুল পর্যন্ত: ৩ ডিগ্রী
  • মধ্যমা আঙ্গুল হতে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত: ৫ ডিগ্রী

৭। টহল কাকে বলে, টহল কত প্রকার ও কি কি?

উত্তর: শত্রুর এলাকায় চুপি চুপি প্রবেশ করে গোপন কিংবা সংঘর্ষের মাধ্যমে শত্রুর সংবাদ সংগ্রহ করে নিজ অধিনায়ককে সঠিকভাবে পরিকল্পনা তৈরীতে সাহায্য করাকে টহল বলে।

  • প্রকারভেদ: টহল ২ প্রকার। যথা:
    (ক) জঙ্গী টহল
    (খ) পর্যবেক্ষণ টহল
  • পর্ব: টহল ৩টি পর্বে সমাধান করা যায়।

৮। হানা (Raid):

  • পর্ব: হানার পর্ব ৩টি।
  • দল: হানার দল ৫টি। যথা:
    (ক) বিচ্ছিন্নকারী দল
    (খ) আবরনী দল
    (গ) বাঁধা প্রদানকারী দল
    (ঘ) কার্যকরী দল
    (ঙ) সংরক্ষিত দল
  • উপ-অধিনায়কের অবস্থান: হানার উপ-অধিনায়ক কাভারিং পার্টির সাথে থাকে।

৯। ফাঁদ (Ambush):

  • প্রকারভেদ: ফাঁদ ২ প্রকার।
  • দল: ফাঁদের দল ৪টি। যথা:
    (ক) বিচ্ছিন্নকারী দল
    (খ) আবরনী দল
    (গ) কার্যকরী দল
    (ঘ) সংরক্ষিত দল

১০। রাত্রিকালীন মার্চের সংগঠন লিখ।

উত্তর: রাত্রিকালীন মার্চের সংগঠন ৩ জনের। যথা:

(ক) পথ প্রদর্শক

(খ) সহকারী পথ প্রদর্শক

(গ) গনণাকারী

১১। চূড়ান্ত মিলনস্থান (Final Rendezvous – FRV):

  • চূড়ান্ত মিলনস্থানে পৌছার পূর্বে মূল দল ৩০০ মিটার দূরে অবস্থান করবে।
  • চূড়ান্ত মিলনস্থান দখলের চিত্র: চিত্রে প্লাটুন অধিনায়ক, ১নং স্কাউট এবং ১নং সেকশন এর অবস্থান দেখিয়ে চূড়ান্ত মিলনস্থান দখলের পদ্ধতি বোঝানো হয়।

১২। ফায়ার নিয়ন্ত্রন আদেশ কত প্রকার ও কি কি?

উত্তর: ফায়ার নিয়ন্ত্রন আদেশ ৪ প্রকার। যথা:

(ক) ব্যক্তিগত ফায়ার নিয়ন্ত্রন আদেশ

(খ) অপেক্ষামান ফায়ার নিয়ন্ত্রন আদেশ

(গ) সংক্ষিপ্ত ফায়ার নিয়ন্ত্রন আদেশ

(ঘ) সম্পূর্ণ ফায়ার নিয়ন্ত্রন আদেশ

১৩। মানচিত্রে পাকা রাস্তা বুঝানোর জন্য কোন ধরনের রং ব্যবহার করা হয়?

উত্তর: লাল রং।

১৪। একটি মরিচায় (Trench) কয়টি রেঞ্জ কার্ড প্রস্তুত করতে হয়?

উত্তর: ২টি।

গ) অস্ত্র পরিচিতি (Weapon Knowledge)

১। ৭.৬২ মিঃ মিঃ রাইফেল টাইপ- ৫৬ (চায়না) এর বৈশিষ্ট্য কয়টি ও কি কি?

উত্তর: এর বৈশিষ্ট্য ৬টি। যথা:

(ক) আধা স্বয়ংক্রিয়

(খ) গ্যাসের সাহায্যে পরিচালিত

(গ) বাতাসের দ্বারা ঠান্ডা হয়

(ঘ) ম্যাগাজিন হতে গুলি ফিড করা হয়

(ঙ) বেয়নেট লাগানো যায়

(চ) অন্যান্য রাইফেল হতে হালকা এবং কার্যকরী ফায়ার করা যায়

About মুহম্মদ জিয়াউর রহমান

Check Also

ভূমিকম্প সম্পর্কে ১ ঘণ্টার লেকচার শিট

প্রশিক্ষণ ক্যাম্পের জন্য প্রস্তুতকৃতবিএনসিসি ক্যাডেটদের উদ্দেশ্যেতারিখ: ২০-২৬ এপ্রিল ২০২৫ স্থান: হাটহাজারী সরকারী কলেজ, চট্টগ্রামসময়কাল: ১ …

Leave a Reply

Optimized by Optimole