পদোন্নতি পরীক্ষা পরিচালনা

পদোন্নতি পরীক্ষা পরিচালনা

ক্রমিক

পদোন্নতি পরীক্ষা

পরীক্ষা পরিচালনা পর্যদের গঠন

মন্তব্য

১।

ক্যাডেট হতে ক্যাডেট ল্যান্স কর্পোরাল

ক। সভাপতি: নিজস্ব প্লাটুনের প্লাটুন কমান্ডার।

খ। সদস্যঃ

(১) পার্শ্ববর্তী প্লাটুনের প্লাটুন কমান্ডার

(২) নিজস্ব প্লাটুনের দায়িত্ব প্রাপ্ত সামরিক প্রশিক্ষক

প্রশ্ন তৈরী করবেন ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট/কোম্পানী কমান্ডার

২।

ক্যাডেট ল্যান্স কপোরাল হতে ক্যাডেট কর্পোরাল

ক। সভাপতি: কোম্পানী সেকেন্ড ইন কমান্ড

খ। সদস্যঃ (১) নিজস্ব প্লাটুনের প্লাটুন কমান্ডার

(২) পার্শ্ববর্তী প্লাটুনের প্লাটুন কমান্ডার

(৩) নিজস্ব প্লাটুনের দায়িত্ব প্রাপ্ত সামরিক প্রশিক্ষক

প্রশ্ন তৈরী করবেন ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট/কোম্পানী কমান্ডার

৩।

ক্যাডেট কর্পোরাল হতে ক্যাডেট সার্জেন্ট

ক। সভাপতি: কোম্পানী সেকেন্ড ইন কমান্ড

খ। সদস্যঃ (১) কোম্পানী সেকেন্ড ইন কমান্ড

(২) প্লাটুন কমান্ডার

(৩) পার্শ্ববর্তী প্লাটুনের প্লাটুন কমান্ডার

(৪) ২ সামরিক প্রশিক্ষক

প্রশ্ন তৈরী করবেন ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট

৪।

ক্যাডেট সার্জেন্ট হতে সিইউও

ক। সভাপতি: ব্যাটালিয়ন কমান্ড

খ। সদস্যঃ (১) ব্যাটালিয়ন  সেকেন্ড ইন কমান্ড

(২) কোম্পানি কমান্ডারগণ

(৩) ব্যাটালিয়ন হেড় কোয়ার্টারের পিইউগণ

(৪)৩২ সামরিক প্রশিক্ষক

রেজিমেন্ট সদর দপ্তর হতে প্রশ্নপত্র তৈরী করা হবে

 

About মুহম্মদ জিয়াউর রহমান

Check Also

ক্যাডেট পদোন্নতি পরীক্ষার দরকারী প্রশ্ন ও উত্তর-০২

প্রশ্নঃ দুর্যোগ কাকে বলে? দুর্যোগের প্রকারভেদ কয়টি ও কি কি?  উত্তরঃ যা স্বাভাবিক পরিস্থিতিকে বিপন্ন …

Leave a Reply

Optimized by Optimole