প্রশ্নঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে কতজন বীরশ্রেষ্ঠ উপাধি পায়? তাঁদের পদমর্যাদাসহ নাম লিখ।
উত্তরঃ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৭জন বীরশ্রেষ্ঠ উপাধি পায়। পদমর্যাদাসহ বীরশ্রেষ্ঠদের নাম নিচে দেওয়া হলোঃ
ক্রমিক নং | নাম |
১। | ক্যাম্পেন মহিউদ্দিন জাহাঙ্গীর। |
২। | সিপাহী হামিদুর রহমান । |
৩। | সিপাহী মোস্তফা কামাল । |
৪। | ইঞ্জিঃ আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন |
৫। | ফ্লাইট লেঃ মতিউর রহমান । |
৬। | ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। |
৭। | ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। |