পদোন্নতি পরীক্ষার জন্য দরকারী বহুনির্বাচনী প্রশ্নসমূহ

বিএনসিসি ক্যাডেট পদোন্নতি লিখিত পরীক্ষার জন্য দরকারী  বহুনির্বাচনী প্রশ্নসমূহঃ 

সঠিক উত্তরের পার্শ্বে (√) টিক চিহ্ন দাও। 

ক। বিএনসিসি সম্পর্কিত জ্ঞানঃ

প্রশ্নঃ বি এন সি সি’র মূলমন্ত্র কয়টি ? 

ক) ৩টি 

খ) ৪টি 

গ) ৫টি

প্রশ্নঃ নিচের কোন তারিখে বিএনসিসি প্রতিষ্ঠিত হয়? 

ক) ২৩ মার্চ, ১৯৭৯ 

খ) ২৩ মে, ১৯৭৯ 

গ) ২৫ মার্চ, ১৯৭৯

প্রশ্নঃ বিএনসিসি একটি প্লাটুনে কতজন জনবল থাকে ?

ক) ২৯ জন 

খ) ৩১ জন 

গ) ৩২ জন

প্রশ্নঃ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সেনা শাখায় সর্বমোট কতটি ব্যাটালিয়ন আছে ?

ক) ২৫টি 

খ) ৩০টি 

গ) ৩৫টি

প্রশ্নঃ বিএনসিসি’র সেনা শাখার রেজিমেন্ট কয়টি ?

ক) ৩টি 

খ) ৪টি 

গ) ৫টি

প্রশ্নঃ বিএনসিসি কোন মন্ত্রনালায়ের অধীন নয় ? 

ক) শিক্ষা মন্ত্রনালয়

খ) প্রতিরক্ষা মন্ত্রনালয়

গ) স্বরাষ্ট্র মন্ত্রনালয়

 

খ। ক্ষুদ্র রণ কৌশলঃ

প্রশ্নঃ টহলকে কত পর্বে সমাধা করা যায় ?

ক) ৩টি 

খ) ৫টি

গ) ৭টি 

প্রশ্নঃ ফাঁদ কত প্রকার ?

ক) ৪ প্রকার 

খ) ৩ প্রকার 

গ) ২ প্রকার

প্রশ্নঃ ফাঁদের পর্ব কয়টি ?

ক) ৪টি 

খ) ৫টি

গ) ৬টি

প্রশ্নঃ স্বল্পকালীন হানার কাজ কয়টি ?

ক) ৫টি 

খ) ৬টি 

গ) ৭টি

প্রশ্নঃ হানার সৈনিকের মনোবল উঁচু করার বিষয় কয়টি ?

ক) ৭টি 

খ) ৬টি 

গ) ৫টি

প্রশ্নঃ হানার কার্য সম্পাদন করা কার কাজ ?

ক) পর্যবেক্ষণ টহল 

খ) জংগী টহল

গ) অপেক্ষমান টহল

প্রশ্নঃ ছদ্মবেশ ও গোপনীয়তার নীতিমালা কয়টি ?

ক) ১টি 

খ) ২টি

গ) ৩টি

গ। মানচিত্র পঠনঃ

প্রশ্নঃ মানচিত্রের বৈশিষ্ট্য কয়টি ?

ক) ৫টি 

খ) ৬টি 

গ) ৭টি

প্রশ্নঃ দিক নির্ণয়ের পদ্ধতি সমূহ কয়টি ?

ক) ৬টি 

খ) ৭টি 

গ) ৮টি

প্রশ্নঃ সঠিক দুরত্ব নির্ণয়ের জন্য দায়িত্বপূর্ণ এলাকা মোট কয়টি ভাগে ভাগ করা যায় ?

ক) ৩টি

খ) ৪টি 

গ) ৫টি

প্রশ্নঃ বাংলাদেশে সেনাবাহিনীতে কোন ধরনের মানচিত্র ব্যবহার করা হয় ?

ক) স্থান বিবরণী মানচিত্র 

খ) এটলাস মানচিত্র

গ) প্রাস্তিক নির্দেশনাবলী মানচিত্র

প্রশ্নঃ মানচিত্রে পাকা রাস্তা বুঝানোর জন্য কোন ধরনের রং ব্যবহার করা হয় ?

ক) সবুজ রং 

খ) কালো রং

গ) লাল রং

প্রশ্নঃ মানচিত্র সবসময় কোন দিক করে স্থাপন করতে হয় ?

ক) পশ্চিম দিক 

খ) পূর্ব দিক

গ) উত্তর দিক

প্রশ্নঃ মানচিত্রে কোন রং দ্বারা নদী, নালা, খাল বিল বুঝায় ?

ক) সবুজ 

গ) নীল 

ঘ) হলুদ

প্রশ্নঃ মানচিত্র সাধারণত কত প্রকার ?

ক) ২ প্রকার

খ) ৩ প্রকার

গ) ৪ প্রকার

প্রশ্নঃ মানচিত্রের উপর অংকিত লাল বা বেগুনী রংয়ের উত্তর-দক্ষিণে এবং পূর্ব-পশ্চিমে সমান্তরাল রেখা গুলোকে কি বলে?

ক) ইস্টিং লাইন 

খ) নর্নিং লাইন 

গ) গ্রিড লাইন

 

ঘ। সাধারণ জ্ঞানঃ

প্রশ্নঃ ৭.৬২ মিঃ মিঃ রাইফেল টাইপ-৫৬ (চায়না) সাধারণভাবে কতটি অংশে খোলা হয় ?

ক) ৬ অংশে 

খ) ৭ অংশে 

গ) ৮ অংশে

প্রশ্নঃ বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কত তারিখে পালন করা হয়?

ক) ২৬ শে মার্চ 

খ) ১৬ ই ডিসেম্বর 

গ) ২১ শে নভেম্বর

প্রশ্নঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের জাতীয় কমিটির সভাপতি কে ছিলেন ?

ক) ডা. দিপুমনি (শিক্ষামন্ত্রী) 

খ) অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম 

গ) নজরুল হামিদ (বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী)

প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি ফোর্সে বিভক্ত করা হয়?

ক) ৫টি 

খ) ৪টি 

গ) ৩টি

প্রশ্নঃ মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক ‘বীর বিক্রম’ খেতাব লাভ করেন ? 

ক) ১২৫ জন

খ) ১৫০ জন

গ) ১৭৫ জন

প্রশ্নঃ মাদকদ্রব্য গ্রহণের সর্বনিম্ন শান্তি কত বছর? 

ক) ৩ বছর 

খ) ৪ বছর

গ) ৫ বছর

প্রশ্নঃ জাতীয় স্মৃতিসৌধ এর স্থপতি কে ছিলেন ? 

খ) লুই আইকান 

খ) মইনুল হোসেন 

গ) এস. আর. খান

প্রশ্নঃ জাতিসংঘের মহাসচিব কে?

ক) বাংকীমুন

খ) আন্তোনিও গুতেরেস

গ) মার্ক ম্যালেচ ব্রাউন

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় কত সালে ?

ক) ১৯৭৫ সালে 

খ) ১৯৯০ সালে

গ) ২০০০ সালে

প্রশ্নঃ বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি ?

ক) বরিশাল 

খ) ময়মনসিংহ 

গ) সিলেট

About মুহম্মদ জিয়াউর রহমান

Check Also

ক্যাডেট পদোন্নতি পরীক্ষার দরকারী প্রশ্ন ও উত্তর-০২

প্রশ্নঃ দুর্যোগ কাকে বলে? দুর্যোগের প্রকারভেদ কয়টি ও কি কি?  উত্তরঃ যা স্বাভাবিক পরিস্থিতিকে বিপন্ন …

Leave a Reply

Optimized by Optimole