পদোন্নতি পরীক্ষার জন্য দরকারী সংক্ষিপ্ত প্রশ্ন

ক। বিএনসিসি সম্পর্কিত জ্ঞানঃ
১। বিএনসিসির উদ্দেশ্যসমূহ কী কী?
২। বিএনসিসি একটি প্লাটুনের শ্রেণি বিন্যাস লিখ।
৩। ক্যাডেট হতে ক্যাডেট ল্যান্স কর্পোরাল হতে কী কী যোগ্যতা প্রয়োজন?
৪। ক্যাডেট ল্যান্স কর্পোরাল হতে ক্যাডেট কর্পোরাল হতে কী কী যোগ্যতা প্রয়োজন?
৫। ক্যাডেট কর্পোরাল হতে ক্যাডেট সার্জেন্ট হতে কী কী যোগ্যতা প্রয়োজন?
৬। ক্যাডেট সার্জেন্ট হতে ক্যাডেট আন্ডার অফিসার হতে কী কী যোগ্যতা প্রয়োজন?

খ। ক্ষুদ্র রণ কৌশলঃ
১। টহল কী? টহল কত প্রকার ও কী কী?
২। ফাঁদ কাকে বলে? ফাঁদ কত প্রকার ও কী কী?
৩। হানা কাকে বলে? হানার পর্বসমূহ কী কী?
৪। গুপ্ত আশ্রয় নির্বাচনের লক্ষণীয় বিষয়গুলো কী কী?

গ। মানচিত্র পঠনঃ
১। মানচিত্র কাকে বলে?
২। মানচিত্র কত প্রকার ও কী কী?
৩। মানচিত্রে রঙের ব্যবহার কীভাবে হয়?
৪। মানচিত্রের ইস্টিং লাইন বলতে কী বোঝায়?
৫। মানচিত্রের নর্থিং লাইন বলতে কী বোঝায়?
৬। মানচিত্রের গ্রীড লাইন বলতে কী বোঝায়?

ঘ। সাধারণ জ্ঞানঃ
১। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি ফোর্সে বিভক্ত করা হয়েছিল?
২। বাংলাদেশের জাতীয় পতাকার মাপ লিখ।
৩। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কতজন বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন? তাদের নাম মর্যাদা অনুযায়ী লিখ।
৪। প্রাথমিক চিকিৎসার সংজ্ঞা লিখ। প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্যগুলো কী কী?
৫। দুর্যোগ কাকে বলে? দুর্যোগের প্রকারভেদ কতটি ও কী কী?
৬। ৭.৬২ মিমি রাইফেল (চায়না)-এর বৈশিষ্ট্য কয়টি ও কী কী?

About মুহম্মদ জিয়াউর রহমান

Check Also

প্রচলিত যত ভুল: ভাষা ও তথ্যভিত্তিক ভুল ধারণার সঠিক ব্যাখ্যা

১. জাতীয়তার পরিচয়: ‘বাঙালি’ নাকি ‘বাংলাদেশী’?অনেকেই মনে করেন, আমাদের জাতীয়তা ‘বাঙালি’। অথচ সংবিধান অনুযায়ী এটি …

Leave a Reply

Optimized by Optimole