টহল

টহলের সংজ্ঞা

শক্রর এলাকায় চুপি চুপি প্রবেশ করে গোপনে কিংবা সংঘর্ষের মাধ্যমে শত্রুর সম্ভাব্য সংবাদ সংগ্রহ করে নিজ অধিনায়ককে সঠিকভাবে পরিকল্পনা তৈরিতে সাহায্য করাকেই টহল বলে।

টহলের উদ্দেশ্য

ক। শত্রু সম্পর্কে বিস্তারিত সংবাদ সংগ্রহ করা।

খ। শত্রুর সাথে যোগাযোগ (Contact) বজায় রাখা।

গ। শত্রুদলকে হয়রানি অথবা বিচ্ছিন্ন করা।

ঘ। ফরমেশন বা ইউনিটের ম্যাপ হালনাগাদকরণ এবং নো ম্যানস ল্যান্ডে আধিপত্য বিস্তার করা ।

টহলের প্রকার

ক। পর্যবেক্ষণ টহল ।

খ। জংগী টহল ।

অন্যান্য টহলগুলো নিম্নরূপ :

ক। নিরাপত্তা বা স্কর্ট টহল ।

খ। দন্ডায়মান টহল ।

টহল দলের কাজ

টহলের আকার, সংগঠন, অস্ত্র এবং সরঞ্জামাদি অবশ্যই টহলের উদ্দেশ্যের সাথে সম্পর্কিত হবে। নিম্নে বিভিন্ন টহলের কতগুলো কাজ এর উদাহরণ দেয়া হলো :

ক। ফরমেশন অথবা ইউনিটের পরিচিতি সংগ্রহ ।

খ। শত্রুর সরঞ্জামাদির সংবাদ ।

গ। শত্রুর সম্মুখ রণ এলাকার সংবাদ । ঘ। শত্রুর ভারী এবং স্বয়ংক্রিয় অস্ত্রের অবস্থান।

ঙ। শত্রুর দখলকৃত বেওয়ারিশ এলাকার সংবাদ

চ। প্রাকৃতিক এবং কৃত্রিম প্রতিবন্ধকতার সংবাদসমূহ ।

ছ। শত্রুর টহল সম্পর্কে বিস্তারিত সংবাদ ।

জ। শত্রুকে হয়রানি করা, শত্রুর সরঞ্জামাদি ধ্বংস করা ও যুদ্ধবন্দী করা ।

ঝ। বিশেষ কোন স্থানে নিজ কার্যাদির দ্বারা শত্রুকে ধোকা দেয়া ।

টহলের প্রস্তুতি

ক। ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে হুঁশিয়ারী আদেশ পাওয়া ।

খ। কোম্পানী অধিনায়ক/কমান্ডিং অফিসার/আইও কর্তৃক টহল অধিনায়ককে ব্রিফিং দেয়া। ব্রিফিং এর সময় অপেক্ষমান টহল (যদি থাকে) অধিনায়ককেও উপস্হিত থাকতে হবে।

গ। ম্যাপ থেকে পর্যবেক্ষণ চৌকি নির্বাচন করা। 

ঘ। টহল অধিনায়ক কর্তৃক হুঁশিয়ারী আদেশ দেয়া।

ঙ। সমর্থনকারী আর্মসের প্রতিনিধিদের সাথে পর্যবেক্ষণ চৌকি থেকে পর্যবেক্ষণ করা ।

চ। পরিস্হিতির মূল্যায়ন এবং পরিকল্পনা করা

ছ। প্রয়োজনে মডেল প্রস্তুত করা ।

জ৷ মৌখিক আদেশ তৈরী করা । 

ঝ। নির্ধারিত মিলনস্থানে টহল দলের সাথে সাক্ষাৎ করা এবং পর্যবেক্ষণ চৌকি থেকে ভূমি দেখানো (যদি সম্ভব হয়)।

ঞ। পর্যবেক্ষণ চৌকি/মডেলের উপর মৌখিক আদেশ দেয়া ।

ট। মৌখিক আদেশ সমাপ্তির পর যদি সম্ভব হয় পুরো টহল দলকে অথবা গুরুত্বপূর্ণ পদবীর ব্যক্তিদের নিয়ে প্লাটুন/সেকশন অধিনায়কদের সাথে সমন্বয় করে দেয়া যাতে করে টহল দল প্লাটুন/সেকশনের প্রহরীদের সাথে সমন্বয় সাধন করতে পারে।

ঠ। টহলে যাওয়ার প্রস্তুতি, পরিদর্শন এবং অস্ত্র ও সরঞ্জামাদির পরীক্ষা করা যদি সম্ভব হয় অস্ত্র ফায়ারের মাধ্যমে পরীক্ষা করে নেয়া ।

ড। দিনে মহড়া করা।

ঢ। বিশ্রাম ।

ণ। খাওয়া ।

ত। সময় হাতে থাকলে রাতে মহড়া করা । থ। চূড়ান্ত পরিদর্শন করা।

দ। টহল কার্য সম্পাদন করা

ধ। টহল অধিনায়ক কর্তৃক টহল দলকে জিজ্ঞাসাবাদ করা ।

ন। টহল আধিনায়কের ডি- ব্রিফিং এবং টহল প্রতিবেদন প্রস্তুত করা। গরম চা এবং খাবারের ব্যবস্হা করা।

সেকশন কমান্ডারের করণীয় বিষয় সমূহ

একজন সেকশন কমান্ডারকে টহল দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করতে হতে পারে। সেক্ষেত্রে নিম্নলিখিত বিষয়ে তাকে অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে :

ক। শারীরিক ভাবে যোগ্য ব্যক্তিদের নির্বাচন; টহলের জন্য নির্বাচিত ব্যক্তিকে কাশি বা ঠান্ডা জনিত অসুস্হতা হতে মুক্ত থাকতে হবে।

খ। টহলের উদ্দেশ্য, ভূমি এবং আবহাওয়ার উপর নির্ভর করে প্রয়োজনীয় অস্ত্র, সরঞ্জামাদি এবং পোষাক নির্ধারণ করা।

গ। শত্রু সম্পর্কে প্রয়োজনীয় ধারণা গ্রহণ।

ঘ। টহলের উদ্দেশ্য।

ঙ। নিজস্ব সেনাদলের অবস্থান সম্পর্কে জানা যেমন প্রতিরক্ষায় সম্মুখ এলাকায় বিস্তার, মাইন ফিল্ডের অবস্থান, বিস্তার ও গ্যাপ এবং টহল দলের যাবার ও আসার সময় কর্তব্যরত প্রহরী।

চ। চিহ্নিতকরণ ছাড়শব্দ এবং বিশেষ কোন সংকেত। ছ। বিশেষ কোন বিষয়ের উপর সংবাদ সংগ্রহ (যদি থাকে) ।

জ। শত্রুর সাথে সাক্ষাতে করণীয়।

চূড়ান্ত মিলন স্থান দখলের পদ্ধতি

(১) চূড়ান্ত মিলনস্থানে পৌঁছার ৩০০ গজ পূর্বেই মূল দলকে স্বল্পকালীন বিরতির সংকেত দিবে।

(২) অধিনায়ক তার অপারেটারসহ সামনে চূড়ান্ত মিলনস্থানের ৭৫ ১০০ গজ দূরে অবস্থান করবে। দুইজন স্কাউট চূড়ান্ত মিলনস্থান তল্লাশির জন্য সামনে যাবে। মিলনস্থানে পৌঁছে ১ নং স্কাউট সামনের দিককে ঘড়ির ১২টা বিবেচনা করে বাম দিক দিয়ে ঘুরে ডানে ২ বাজে দাঁড়াবে। ২ নং স্কাউট ডান দিক দিয়ে ঘুরে ১০ বাজেতে অবস্থান নিবে । ১২ বাজেতে উভয় স্কাউটের সাক্ষাতের সময় একে অপরকে শত্রুর উপস্থিতি আছে কি-না এ ব্যাপারে অবহিত করবে।

(৩) ইতিমধ্যে অধিনায়ক তার রানারসহ সামনে এগিয়ে আসবে এবং মিলনস্থানের ৬ বাজেতে ১ নং স্কাউটের সংকেতের জন্য অপেক্ষা করবে। তল্লাশি শেষে ১ নং স্কাউট ৬ বাজেতে এসে প্লাটুন অধিনায়ককে নিরাপদ প্রতিবেদন দিবে।

(৪) ১ নং স্কাউট থেকে বাউন্ড ক্লিয়ার সংকেত পাওয়ার পর অধিনায়ক বেতার যন্ত্র সুবিধাজনক মাধ্যমে উপ-অধিনায়ককে মূলদল নিয়ে আসতে বলবেন।

(৫) মূলদল সেকশন অনুযায়ী সিংগেল ফরমেশনে আসবে। ১ নং সেকশন ডান দিক থেকে ঘুরে ১০ থেকে ২ পর্যন্ত অবস্থান নিবে। ২ নং সেকশন বাম দিক থেকে ঘুরে ১০ হতে ৬ পর্যন্ত অবস্থান নিবে এবং ৩ নং সেকশন ২ হতে ৬ পর্যন্ত অবস্থান নিবে। স্কাউট এখন নিজ নিজ দলে মিলে যাবে। অধিনায়কের আদেশ না পাওয়া পর্যন্ত সকলেই বর্হিমুখী হয়ে নিজস্ব অবস্থানে থাকবে।

(৬) অবস্থান নেয়ার সাথে সাথে অধিনায়ক দ্রুততার সাথে নিরাপত্তা ব্যবস্থা দেখবে এবং কোন পরিবর্তন হলে তা’ করবে।

চিত্রঃ চূড়ান্ত মিলনস্থান দখলের পদ্ধতি।

About মুহম্মদ জিয়াউর রহমান

Check Also

পদোন্নতি পরীক্ষার জন্য দরকারী বহুনির্বাচনী প্রশ্নসমূহ

বিএনসিসি ক্যাডেট পদোন্নতি লিখিত পরীক্ষার জন্য দরকারী  বহুনির্বাচনী প্রশ্নসমূহঃ  সঠিক উত্তরের পার্শ্বে (√) টিক চিহ্ন …

Leave a Reply

Optimized by Optimole