ক্যাডেট পদোন্নতি, সিনিয়র ডিভিশন

ক্যাডেট পদোন্নতি, সিনিয়র ডিভিশন

ক। ক্যাডেট হতে ক্যাডেট ল্যান্স কর্পোরাল

(১) যোগ্যতা

(ক) নূন্যতম ছয়মাস প্লাটুন পর্যায়ে প্রশিক্ষণ।

(খ) গ্রেড ২ পদোন্নতি পরীক্ষায় কৃতকার্য।

(গ) জুনিয়র ডিভিশনের ক্যাডেটদেরকে সরাসরি সিনিয়র ডিভিশনে বিবেচনা করা যেতে পারে।

(ঘ) একটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ।

(২) পদোন্নতি কর্তৃপক্ষ

(ক) ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট ও প্লাটুন কমান্ডার উপযুক্ত প্রার্থীর জন্য সুপারিশ করবেন।

(খ) ব্যাটালিয়ন কমান্ডার/ওসি ফ্লোটিলা/ওসি স্কোয়াড্রন চূড়ান্ত অনুমোদন করবেন।

খ। ক্যাডেট ল্যান্স কর্পোরাল হতে ক্যাডেট কর্পোরাল

(১) যোগ্যতা

(ক) নূন্যতম এক বছর প্লাটুন পর্যায়ে প্রশিক্ষণ।

(খ) ক্যাডেট ল্যান্স কর্পোরালের মধ্য হতে ক্যাডেট কর্পোরাল হবে।

(গ) একটি ক্যাপসুল/বার্ষিক প্রশিক্ষণ শিবির শীতকালীন যৌথ প্রশিক্ষণ/স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেডে অংশ গ্রহণ।

(ঘ) একটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ।

(২) পদোন্নতি কর্তৃপক্ষ

(ক) ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট ও প্লাটুন কমান্ডার উপযুক্ত প্রার্থীর জন্য সুপারিশ করবেন। 

(খ) ব্যাটালিয়ন কমান্ডার/ওসি ফ্লোটিলা/ওসি স্কোয়াড্রন চূড়ান্ত অনুমোদন করবেন।

গ। ক্যাডেট কর্পোরাল হতে ক্যাডেট সার্জেন্ট

(১) যোগ্যতা

(ক) ক্যাডেট কর্পোরালের মধ্য হতে ক্যাডেট সার্জেন্ট হবে।

(খ) নূন্যতম এক বছর প্লাটুন পর্যায়ে প্রশিক্ষণ।

(গ) গ্রেড- ১ পদোন্নতি পরীক্ষায় কৃতকার্য।

(ঘ) একটি ক্যাপসুল/বার্ষিক প্রশিক্ষণ শিবির/শীতকালীন যৌথ প্রশিক্ষণ/স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেডে অংশ গ্রহণ।

(ঙ) দুইটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ।

(২) পদোন্নতি কর্তৃপক্ষ

(ক) ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট ও প্লাটুন কমান্ডার উপযুক্ত প্রার্থীর জন্য সুপারিশ করবেন।

(খ) ব্যাটালিয়ন কমান্ডার/ওসি ফ্লোটিলা/ওসি স্কোয়াড্রন চূড়ান্ত অনুমোদন করবেন।

ঘ। ক্যাডেট সার্জেন্ট হতে সিইউও

(১) যোগ্যতা

(ক) নূন্যতম দুই বছর প্লাটুন পর্যায়ে প্রশিক্ষণ।

(খ) ক্যাডেট সার্জেন্টের মধ্য হতে সিইউও হবে।

(গ) রেজিমেন্ট কমান্ডার কর্তৃক পরীক্ষা গ্রহণ।

(ঘ) একটি বার্ষিক প্রশিক্ষণ শিবিরে অংশ গ্রহণ।

(ঙ) একটি শীতকালীন যৌথ প্রশিক্ষণ/স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেডে অংশ গ্রহণ।

(চ) তিনটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ।

(২) পদোন্নতি কর্তৃপক্ষ

(ক) ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট ও প্লাটুন কমান্ডার উপযুক্ত প্রার্থীর জন্য সুপারিশ করবেন।

(খ) রেজিমেন্ট কমান্ডার ওসি শাখা চূড়ান্ত অনুমোদন করবেন।

 

ঙ। বিবিধ

(১) জুনিয়র ডিভিশনের যে কোন পদবী সিনিয়র ডিভিশন হতে কণিষ্ঠ হবে।

(২) জুনিয়ন ডিভিশন প্রশিক্ষণ সমাপনান্তে যদি কোন ক্যাডেট সিনিয়র ডিভিশনে যোগদান করে তাহলে তাকে সাধার ক্যাডেট হিসাবেই পরিগনিত করা হবে। কোন জেষ্ঠ্যেতা প্রদান করা হবে না।

(৩) নতুন প্লাটুন প্রতিষ্ঠার পর ব্যাটালিয়ন/ফ্লোটিলা/স্কোয়াড্রন এবং রেজিমেন্ট কমান্ডার কর্তৃক ভারপ্রাপ্ত র‍্যাংক প্রদান করতে পারেন।

About মুহম্মদ জিয়াউর রহমান

Check Also

ক্যাডেট পদোন্নতি পরীক্ষার দরকারী প্রশ্ন ও উত্তর-০২

প্রশ্নঃ দুর্যোগ কাকে বলে? দুর্যোগের প্রকারভেদ কয়টি ও কি কি?  উত্তরঃ যা স্বাভাবিক পরিস্থিতিকে বিপন্ন …

Leave a Reply

Optimized by Optimole