প্রশ্ন: ৭.৬২ মিঃ মিঃ রাইফেল (চায়না) এর বৈশিষ্ট্য কয়টি ও কি কি ?
উত্তর: ৭.৬২ মিঃ মিঃ রাইফেলের বৈশিষ্ট্য ৬টি। বৈশিষ্ট্য সমূহ নিম্নে দেওয়া হলোঃ
১। আধা স্বয়ংক্রিয়।
২। গ্যাসের সাহায্যে পরিচালিত।
৩। বাতাসের দ্বারা ঠান্ডা হয়।
৪। ম্যাগাজিন হতে গুলি ফিড করা হয়।
৫।বেয়নেট লাগানো ।
৬। অন্যান্য রাইফেল হতে হাল্কা এবং কার্যকরী ফায়ার করা যায়।