ক্যাডেট পদোন্নতি পরীক্ষার দরকারী প্রশ্ন ও উত্তর-০৪

প্রশ্নঃ টহল কাকে বলে? টহল কত প্রকার ও কী কী?  

উত্তরঃ  শত্রুর এলাকায় চুপি চুপি প্রবেশ করে গোপনে কিংবা সংঘর্ষের মাধ্যমে শত্রুর সম্ভাব্য সংবাদ সংগ্রহ করে নিজ অধিনায়ককে সঠিকভাবে পরিকল্পনা তৈরিতে সাহায্য করাকেই টহল বলে । 

টহল দুই প্রকার। যথাঃ

১। পর্যবেক্ষণ টহল। 

২। জংগী টহল। 

Progress Bar
50%

About মুহম্মদ জিয়াউর রহমান

Check Also

ক্যাডেট পদোন্নতি পরীক্ষার দরকারী প্রশ্ন ও উত্তর-১০

প্রশ্ন: ৭.৬২ মিঃ মিঃ রাইফেল (চায়না) এর বৈশিষ্ট্য কয়টি ও কি কি ? উত্তর: ৭.৬২ …

Leave a Reply

Optimized by Optimole