ক্যাডেট পদোন্নতি পরীক্ষার দরকারী প্রশ্ন ও উত্তর-০৩

প্রশ্নঃ ক্যাডেট কর্পোরাল হতে ক্যাডেট সার্জেন্ট হতে কী কী যোগ্যতা প্রয়োজন লিখ। 

উত্তর : ক্যাডেট কর্পোরাল হতে ক্যাডেট সার্জেন্ট হতে যে সব যোগ্যতা লাগে তা নিচে উল্লেখ করা হলোঃ

১। ক্যাডেট কর্পোরাল – এর মধ্যে হতে ক্যাডেট সার্জেন্ট হবে। 

২। ন্যূনতম এক বছর প্লাটুন পর্যায়ে প্রশিক্ষণ I 

৩। ষ্টান্ডার্ড -১ পদোন্নতি পরীক্ষায় কৃতকার্য। 

৪। একটি ব্যাটালিয়ন ক্যাম্প/রেজিমেন্ট ক্যাম্প/সেন্টাল ক্যাম্প-এ অংশ গ্রহণ । 

৫। দুটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ ৷ 

About মুহম্মদ জিয়াউর রহমান

Check Also

ক্যাডেট পদোন্নতি পরীক্ষার দরকারী প্রশ্ন ও উত্তর-০১

প্রশ্নঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে কতজন বীরশ্রেষ্ঠ উপাধি পায়? তাঁদের পদমর্যাদাসহ নাম লিখ।  উত্তরঃ ১৯৭১ সালে …

Leave a Reply

Optimized by Optimole