ক্যাডেট পদোন্নতি পরীক্ষার দরকারী প্রশ্ন ও উত্তর-১১

প্রশ্ন: ক্যাডেট কর্পোরাল হতে ক্যাডেট সার্জেন্ট হতে কি কি যোগ্যতা প্রয়োজন লিখ?

উত্তর:  ক্যাডেট কর্পোঃ হতে ক্যাডেট সার্জেন্ট হতে যে সব যোগ্যতা লাগেঃ

১। ক্যাডেট কর্পোঃ এর মধ্যে হতে ক্যাডেট সার্জেন্ট হবে।

২।নূন্যতম এক বছর প্লাটুন পর্যায়ে প্রশিক্ষণ।

৩।টান্ডার্ড -১ পদোন্নতি পরীক্ষায় কৃতকার্য।

৪। একটি ক্যাপসুল/বার্ষিক প্রশিক্ষণ শিবিরে অংশ গ্রহণ।

৫। দুটি সামাজিক উন্নয়ণ কর্মকান্ডে অংশগ্রহণ।

About মুহম্মদ জিয়াউর রহমান

Check Also

প্রচলিত যত ভুল: ভাষা ও তথ্যভিত্তিক ভুল ধারণার সঠিক ব্যাখ্যা

১. জাতীয়তার পরিচয়: ‘বাঙালি’ নাকি ‘বাংলাদেশী’?অনেকেই মনে করেন, আমাদের জাতীয়তা ‘বাঙালি’। অথচ সংবিধান অনুযায়ী এটি …

Leave a Reply

Optimized by Optimole