এক নজরে বিএনসিসি

ভূমিকা

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হচ্ছে সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় সারির, আধাসামরিক, সেচ্ছাসেবী বাহিনী। এটি সামরিক বাহিনীর কর্মকর্তা, জেসিও, এনসিও, বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। 

মূলমন্ত্র

বিএনসিসি’র মূলমন্ত্র হলো – ‘জ্ঞান ও শৃঙ্খলা’

ইতিহাস

ব্রিটিশ সরকার ১৯২০ সালে ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠন করেন “ইউনিভার্সিটি কোর।” ১৯২৩ সালে ভারতীয় দেশরক্ষা বাহিনী আইন-১৯২৩ অনুসারে এর নাম পরিবর্তন করে রাখা হয় “ইউনিভার্সিটি ট্রেনিং কোর বা ইউটিসি।” একই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউটিসি চালু করা হয়। ১৯২৭ সালের নভেম্বর মাসে ক্যাপ্টেন ই. গ্রুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষক ও ১০০ জন ছাত্রকে প্রথম সাহায্যকারী কোরের সামরিক প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করেন। ১৯২৮ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে একে কোম্পানিতে উন্নীত করা হয়। এটি ইউটিসি’র ১২ টি ইউনিটের মধ্যে একটি ছিল। এর নাম দেয়া হয় “১২ ঢাকা কোম্পানি।”

১৯৪২ সালে একে একটি একক কোম্পানিতে উন্নীত করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড.মাহমুদ হাসানকে অবৈতনিক লে.কর্ণেল পদবী দিয়ে কোম্পানির ভার দেয়া হয়। ১৯৪৩ সালে এর নাম দেয়া হয় “ইউনিভার্সিটি অফিসার্স ট্রেনিং কোর।” ১৯৪৬ সালে শিলং-এ এর প্রথম বার্ষিক অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হয়।

১৯৫০ সালে ৬২৫ ক্যাডেট এবং ৪০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে একে একটি ব্যাটালিয়নে উন্নীত করা হয়। পাকিস্তান সরকার ১৯৫৩ সালের ৩০শে জানুয়ারি ইউটিসি’র কার্যক্রমকে নিষিদ্ধ করে। কিন্তু ছাত্রবিক্ষোভের পর ১৯৬৬ সালে পুনরায় এর কার্যক্রম শুরু হয়। একই সালে এর নামকরণ করা হয় “পাকিস্তান ক্যাডেট কোর বা পিসিসি” এবং স্কুল-কলেজের ছাত্রদের জন্য “জুনিয়র ক্যাডেট কোর বা জেসিসি” গঠন করা হয়। ১৯৭১ সালে পিসিসি ও জেসিসি’র ক্যাডেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ২২ জন ক্যাডেট শহীদ হন। স্বাধীনতার পর “পাকিস্তান ক্যাডেট কোর” নামটির স্থলে “বাংলাদেশ ক্যাডেট কোর” নামটি প্রতিস্থাপিত হয়। ৩১ শে মার্চ, ১৯৭৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ক্যাডেট কোরের তিনটি পদাতিক ডিভিশন প্রতিষ্ঠা করা হয়। ২৩ শে মার্চ, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি সরকারি আদেশ বিসিসি, জেসিসি কে সংগঠিত করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি প্রতিষ্ঠা করেন ।

উদ্দেশ্য

সৎ, দক্ষ, দেশপ্রেমিক, যোগ্য নেতৃত্ব তৈরি করার মহান উদ্দেশ্যে বিএনসিসি প্রতিষ্ঠা করা হয়।

সাংগঠনিক কাঠামো

এই সংগঠন একটি আধা সামরিক স্বেচ্ছাসেবী সংগঠন, যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে জনকল্যাণ মূলক কাজ করে থাকে, যেমনঃ বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্ত দান, এছাড়াও যুদ্ধকালীন সময়ে সামরিক বাহিনীকে সাহায্য করে থাকে।

শাখা

বিএনসিসির রয়েছে ৩টি শাখা। এগুলো হলোঃ

  • সেনা শাখা
  • নৌ শাখা
  • বিমান শাখা

রেজিমেন্ট

সেনা শাখার অধীনে রয়েছে ৫ টি রেজিমেন্ট। এগুলো হলো:

  • রমনা রেজিমেন্ট
  • ময়নামতি রেজিমেন্ট
  • কর্ণফূলি রেজিমেন্ট
  • মহাস্থান রেজিমেন্ট
  • সুন্দরবন রেজিমেন্ট

ফ্লোটিলা

নৌ-শাখার অধীনে রয়েছে ৩টি ফ্লোটিলা; এগুলো হলো:

  • ঢাকা ফ্লোটিলা
  • চট্টগ্রাম ফ্লোটিলা
  • খুলনা ফ্লোটিলা

স্কোয়াড্রন

বিমান শাখার অধীনে রয়েছে ৩টি স্কোয়াড্রন। এগুলো হলো:

  • ঢাকা স্কোয়াড্রন
  • চট্টগ্রাম স্কোয়াড্রন
  • যশোর স্কোয়াড্রন

সুবিধাবলি

বিএনসিসির মাধ্যমে ছাত্র-ছাত্রীগণ নিজ নিজ রেজিমেন্টের মাধ্যমে বিভিন্ন ক্যানটনমেন্টে সামরিক বাহিনীর পরীক্ষায় অংশ নিতে পারেন। তারা সামরিক বাহিনীগুলোর মতো শারীরিক ও মানসিক প্রশিক্ষণপ্রাপ্ত হন। সামরিক বাহিনীগুলোতে যোগ দেওয়ার সময় তাদের প্রিলিমিনারি, লিখিত,মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা দিতে হয়না এবং নির্বাচিত ক্যাডেটরা সরাসরি আইএসএসবি পরীক্ষায় অংশগ্রহণ করে পছন্দের বাহিনীতে যোগদান করতে পারে। তবে অবশ্যই একটি ক্যাম্প করেছেন এমন ক্যাডেটরাই আইএসএসবির জন্য মনোনীত হন। এছাড়াও প্রতিবছর নির্বাচিত বেশ কিছু সংখ্যক ক্যাডেট বিদেশ ভ্রমনের সুযোগ পান যার সম্পূর্ণ খরচ সরকার বহন করে। তা ছাড়া, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় বিএনসিসি কোটা থেকে অতিরিক্ত পাঁচ নম্বর প্রদান করা হয়ে থাকে।

প্রশিক্ষণ

  • ড্রিল
  • অস্ত্র প্রশিক্ষণ
  • মাঠ নৈপুণ্য এবং শারীরিক প্রশিক্ষণ
  • সংস্থা
  • ক্ষুদ্র ও রণকৌশল
  • সামরিক ইতিহাস
  • সামরিক বিজ্ঞান
  • রীতিবিরুদ্ধ যুদ্ধবিগ্রহ
  • ম্যাপ পড়া
  • প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন
  • কমান্ড এবং নেতৃত্ব

পদবী

ক্যাডেট পদবী

  • ক্যাডেট
  • ক্যাডেট ল্যান্স কর্পোরাল
  • ক্যাডেট কর্পোরাল
  • ক্যাডেট সার্জেন্ট
  • ক্যাডেট আন্ডার অফিসার

ক্যাডেট

 ক্যাডেট আন্ডার অফিসারক্যাডেট সার্জেন্টক্যাডেট কর্পোরালক্যাডেট ল্যান্স কর্পোরালক্যাডেট
সেনা শাখাA CUO.pngA SGT.pngA CPL.pngA LCPL.pngA CDT.png
নৌ শাখাAF CUO.pngAF SGT.pngAF CPL.pngAF LCPL.pngAF CDT.png
বিমান শাখাN CUO.pngN SGT.pngN CPL.pngN LCPL.pngN CDT.png

ক্যাডেট এপুলেট

 ক্যাডেট আন্ডার অফিসারসিনিয়র ডিভিশনজুনিয়র ডিভিশন
সেনা শাখাCUO EPAULETTE - BAPPY RAYAN.pngSD EPAULETTE - BAPPY RAYAN.pngJUNIOR DEVISION EPAULETTE - BAPPY RAYAN.png
বিমান শাখাCUO EPAULETTE NV -BAPPY RAYAN.pngSENIOR DIVISION EPAULETTE NV - BAPPY RAYAN.pngJUNIOR DEVISION EPAULETTE AR - BAPPYRAYAN.png
নৌ শাখাCUO EPAULETTE NV - BAPPY RAYAN.pngSENIOR DIVISION EPAULETTE NAVY - BAPPY RAYAN.pngJUNIOR DIVISION EPAULETTE NAVY - BAPPY RAYAN.png

বিএনসিসি অফিসার

শাখা/গ্রেডবিএনসিসিও-৫বিএনসিসিও-৪বিএনসিসিও-৩বিএনসিসিও-২বিএনসিসিও-১ইউও-০২ইউও-০১
Roundel of Bangladesh – Army Aviation.svg সেনা শাখাLt. Colonel.pngলেফটেন্যান্ট কর্নেলMajor-BNCCO.png
মেজর

Captain-BNCCO.png
ক্যাপ্টেন
Lieutenant-BNCCO.png
লেফটেন্যান্ট
2nd Lieutenant-BNCCO.png
২য় লেফটেন্যান্ট
PUO Army.png
প্রফেসর আন্ডার অফিসার
TUO Army.png
টিচার আন্ডার অফিসার
বাংলাদেশ নৌবাহিনীর মনোগ্রাম.svg নৌ শাখাকোন সমতুল্য র‍্যাঙ্ক নেইকোন সমতুল্য র‍্যাঙ্ক নেই06.BNF-LT.svgলেফটেন্যান্টSub Lieutenant rank of Bangladesh Navy.png
উপ-লেফটেন্যান্ট
05.BNF-SLT.svg
ভারপ্রাপ্ত উপ-লেফটেন্যান্ট
PUO BN-UO.png
প্রফেসর আন্ডার অফিসার
TUO BN-UO.pngটিচার আন্ডার অফিসার
বিমান শাখাকোন সমতুল্য র‍্যাঙ্ক নেইকোন সমতুল্য র‍্যাঙ্ক নেইFlight Lieutenant-BNCCO.png
ফ্লাইট লেফটেন্যান্ট
Flying Officer-BNCCO.png
ফ্লায়িং অফিসার
Pilot Officer-BNCCO.png
পাইলন অফিসার
PUO Air-UO.png
প্রফেসর আন্ডার অফিসার
TUO Air-UO.pngটিচার আন্ডার অফিসার

About মুহম্মদ জিয়াউর রহমান

Check Also

ক্যাডেট পদোন্নতি পরীক্ষার দরকারী প্রশ্ন ও উত্তর-০২

প্রশ্নঃ দুর্যোগ কাকে বলে? দুর্যোগের প্রকারভেদ কয়টি ও কি কি?  উত্তরঃ যা স্বাভাবিক পরিস্থিতিকে বিপন্ন …

Leave a Reply

Optimized by Optimole