
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আয়োজিত আন্তঃ রেজিমেন্ট আজান-কেরাত ও দাবা প্রতিযোগিতায় কর্ণফুলী রেজিমেন্টের ক্যাডেটরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এই অসাধারণ সাফল্যে রেজিমেন্টের সকল সদস্যের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এবং এটি অন্যান্য ক্যাডেটদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে।
সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃ রেজিমেন্ট আজান-কেরাত ও দাবা প্রতিযোগিতায় কর্ণফুলী রেজিমেন্টের দুইজন ক্যাডেট নিজ নিজ ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকার করে রেজিমেন্টের জন্য সম্মান বয়ে এনেছে। ক্যাডেট হাফিজ তার সুললিত কণ্ঠে আজান ও কেরাত প্রতিযোগিতায় বিচারকদের মুগ্ধ করে দ্বিতীয় স্থান অর্জন করেন। অন্যদিকে, ক্যাডেট আতেফ তার প্রখর বুদ্ধিমত্তা ও চৌকস চালের মাধ্যমে দাবা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তাদের এই সাফল্য কর্ণফুলী রেজিমেন্টের প্রশিক্ষণের মান এবং ক্যাডেটদের অধ্যবসায়েরই প্রতিফলন।

এই সাফল্য নিঃসন্দেহে রেজিমেন্টের অন্য ক্যাডেটদের অনুপ্রাণিত করবে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করবে। এ ধারাবাহিকতায়, আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, এই মাসেই সুন্দরবন রেজিমেন্টে আন্তঃ রেজিমেন্ট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কর্ণফুলী রেজিমেন্টের সকল দক্ষ খেলোয়াড়দের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং অংশগ্রহণের মাধ্যমে কর্ণফুলী রেজিমেন্ট ফুটবলেও সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আশা করা যায়।
ক্যাডেট আতেফ এবং ক্যাডেট হাফিজের এই গৌরবোজ্জ্বল অর্জনে বিএনসিসি নলেজ এন্ড ইনফরমেশন সেন্টারের পক্ষ থেকে কর্ণফুলী রেজিমেন্টকে আন্তরিক অভিনন্দন। সম্মিলিত প্রচেষ্টাই সাফল্যের চাবিকাঠি। সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে আগামী দিনে কর্ণফুলী রেজিমেন্ট আরও বড় সাফল্য অর্জন করবে, এই আমাদের বিশ্বাস।